‘আশাবরি’ জলছবি প্রকাশনের এবারের যৌথকাব্য : অংশগ্রহণ উন্মুক্ত
প্রতিবারের মতো এবারও জলছবি প্রকাশন থেকে প্রকাশিত হবে একটি যৌথকাব্য। বইটির নাম রাখা হয়েছে ‘আশাবরি’। আশাবরি সঙ্গীতের একটি রাগবিশেষ। জলছবি থেকে এর আগে অনেকগুলো যৌথগ্রন্থের মধ্যে তিনটি গল্প সংকলনও প্রকাশিত হয়েছিল।
কবিতা নির্বাচনের ক্ষেত্র উন্মুক্ত। তবে রাজনীতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো লেখা ‘আশাবরি’র জন্য মনোনয়ন দেয়া হবে না।
কবিতাগুলো হতে হবে ২৮ লাইনের মধ্যে।
যে কোনো বাংলা হরফে কম্পোজ করে কবিতা পাঠাতে হবে।
অংশগ্রহণকারী কবির সংখ্যা নির্ধারিত নয়। মানসম্মত কবিতা গ্রহণ করে ছোটো বা বড়ো আকারের সংকল্প হতে পারে। এর আগেও দুটি সংকলনের পরিধি বেশ বড়ো ছিল। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।
বইয়ের মূল্য পৃষ্ঠা সংখ্যার উপর নির্ধারণ করা হয়। সাধারণত ১৬ পৃষ্ঠার (এক ফরমা) জন্য ৩৬-৪০ টাকার মধ্যে নির্ধারিত হয়। তার অর্থ বইটি ১০ ফরমা (১৬০ পৃষ্ঠা) হলে বইটির মুদ্রিত মূল্য হবে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা।
একজন কবির ৫টি কবিতা দিতে পারবেন।
এ জন্য একজন কবিকে ১৫০০ টাকা বিকাশে পাঠাতে হবে লেখা চূড়ান্ত হওয়ার পর।
বইয়ের মূল্য যাই হোক না কেন, একজন কবিকে ৫টি বই সৌজন্য সংখ্যা হিসেবে দেওয়া হবে। একটি বইয়ের মূল্য ৪০০ টাকা বা তার চেয়ে বেশি হলেও একজন কবি ৫টি সৌজন্য কপি পাবেন।
৫ কপির অতিরিক্ত বই কিনতে হলে আগেভাগে জানাতে হবে এবং ৫০% কমিশনে লেখকরা তা সংগ্রহ করতে পারবেন।
কবিতার বই সাধারণ বিক্রি হয় না। তবে বিক্রির পরিমাণ লেখকদের জানানো হবে।
একুশে বইমেলায় (২০২৫) তৃতীয় শুক্রবার বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে। এ সময় অংশগ্রহণকারী কবিরা উপস্থিত থাকবেন বলে আশা করছি। এ সময় অংশগ্রহণকারী কবিরা তাদের প্রাপ্য সৌজন্য কপি বুঝে নিতে পারবেন। অপারাগ হলে তাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠানো যেতে পারে। কবির মনোনীত ব্যক্তিও মেলা থেকে বই সংগ্রহ করতে পারবেন।
সবাই ভালো থাকুন।
সম্পাদক, আশাবরি।