যদি এমন হয়


যদি এমন হয় আবার কোন এক বৃষ্টির দিনে

মেঘমল্লারে ভিজে গেলে তুমি,

আমিও মুগ্ধতা নিয়ে তোমাকে ছুঁয়ে দিলাম হঠাৎ,

তখনও তুমি চিনবে না আমায়? 


পুরানো দিন খুঁজে দেখো, বাতাসে দীর্ঘশ্বাস পাবে

যে পথ ঢেকে গেছে তৃণগুল্ম, সেখানেও পায়ের চিহ্ন

রয়েছে অবিকল; তোমার বিশ্বাসী চোখ ভুল করবে

চিনতে পারবে না—এমনও কি হতে পারে!

অভিমান চোখের জলের নদী, জীবন মরুভূমির

বালুকারাজি, ভালোবাসা কষ্টের সমুদ্রে অবগাহন...

তবুও ভালোবাসতে ইচ্ছে হয়।


তবুও গহীন সমুদ্রে

সাঁতার কাটতে-কাটতে আকণ্ঠ নিমজ্জিত পথিক

পথ হারায়—কূল যায়, সংসার বিবাগী প্রেমিক

চিনবে না—সেকি হয়! হয়েছে কখনও?


কিছু-কিছু ক্ষতস্থান সারে না কোনোদিন,

কিছু সঙ্গীত ইথারে ভেসে থাকে অনন্ত।

ক্ষত স্থানে কতো প্রলেপ দিয়েছো তুমি মানবী

সঙ্গীতে হয়েছো মুগ্ধ, অস্বীকার করবে সেসব?


গেয়ে যাও পুরানো মেঘমল্লারে, ঝড় উঠুক, আকাশ ভেঙে

বৃষ্টি নামুক, বাতাস উড়িয়ে নিক সবকিছু, উল্টে যাক নিয়ম,

তারাদের মিছিলে আমারও না হয় হোক পতন

এসবে তোমার কি কিছুই যায় আসে এখন?


৪ জুন, ২০১২
ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url