ভালোবাসার ব্রহ্মাস্ত্র


একবার বিশ্বাস করতে চেষ্টা করো, দেখবে সাতরঙ রঙধনু

গলাগলি করে ফুলের বনে আছড়ে পড়ছে,

বৃষ্টির ফোঁটায় অনবাদী জমি

হঠাৎ করে সবুজে-সবুজে পল্লবিত হচ্ছে।

ভালোবাসাতে চাও, তাহলে বিশ্বাস করো—

ভালোবাসার হাত ছুঁতে পারে না অপবিত্র কোনো কিছু,

চোখেও পড়ে না কখনও কোনো অশুভ পিচুটি।


পায়ের তলা থেকে মাটি সরে যায়,

মাথার উপর থেকে খসে পড়ে বিশ্বাসের পলেস্তারা,

তবুও বিশ্বাস করতে ইচ্ছে জাগে—

একশ’ আটটি নীলপদ্মের ঠিকানা পেয়ে যাবোই একদিন এবং

একদিন সমস্ত কুহক ছিন্ন করে অন্ধকার শেষ হবে,

সুড়ঙ্গের শেষ ধাঁপে দুই হাত বাড়িয়ে দেবে তুমি।


একবার বিশ্বাস করো, একবার ভালোবাসতে চেষ্টা করো

দেখবে কষ্টগুলো মোমের মতো গলে যাবে,

অদ্ভুত ভালোলাগায় নতুন প্রাণ পাবে তখন তুমি,

ভালোবাসার এমন ব্রহ্মাস্ত্র মিথ্যে হতে পারে কখনও?


৩১ মার্চ, ২০১৬
ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url