বিরহে প্রেম হয় সত্য


তৃষ্ণার্ত এক কবি একফোঁটা জলের জন্য

বাগানময় পায়চারি করতে-করতে

একটি ফুলের সঙ্গে মেতে উঠলো আলাপচারিতায়।


ফুল প্রেমে পড়লো কবির

কবিও ফুলের...


তারপর শরীরী সম্পর্ক শেষে

একে থেকে অন্যের দুরত্ব বাড়লো ঢের;


অতপর বিরহেই প্রেম হলো সত্য।



১৫ জুন, ২০১৬
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url