আমি পাগল প্রেমিক হব

 


যদি জন্ম হয় আরও একবার, যদি হয়—

 তবে যেন শিশির হই ভোরের, তুমি তৃণলতা;

 আমি নিঃশব্দে ঝরে পড়ব তোমার দেহে-বুকে, সবখানে।

 রাত জেগে ভালোবাসার কবিতা শোনাব তোমাকে—

 আমি পাগল প্রেমিক হব তোমার!


যদি জন্ম হয় আরও একবার, যদি হয়—

তবে যেন বৃষ্টি হই শ্রাবণের, তুমি প্রান্তরের ঘাস,

অঝর ধারায় ঝরে পড়ব তোমার দেহে-বুকে, সবখানে।

তোমার ঠোঁট ছুঁয়ে নেমে যাব পায়ের পাতায়

কামনার বৃষ্টিতে তুমিও যখন ভিজে যাবে, আমি

 তোমাকে শোনাব মেঘমল্লার।


 যদি জন্ম হয় আরও একবার, যদি হয়—

 তবে যেন বাতাস হই বসন্তের, তুমি উন্মনা বালিকা

 আমি কামনার শিহরণ জাগাব তোমার দেহে-বুকে, সবখানে।

 আমি তোমার শাড়ির ভাঁজে-ভাঁজে খেলব লুকোচুরি খেলা,

 তোমার দীঘল চুল ছুঁয়ে দেবো বার-বার

 আমাকে তুমি ছাড়াতে পারবে না কিছুতেই।


 যদি জন্ম হয় আরও একবার, যদি হয়—

 আমি যেনো পূর্ণিমার চাঁদ হই, তুমি স্বচ্ছ সরোবর;

 আমি মোমের মতো গলে পড়ব তোমার দেহে-বুকে, সবখানে।

 তোমার শান্ত-স্নিগ্ধ জলে খেলব আমি ডুবসাঁতার


১১ মার্চ, ২০১২
ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url