একবার শুধু বৃষ্টির জল হও
আরও একবার বৃষ্টি হলেই তোমাকে ছুঁয়ে দেবো আমি।
কী চাও তুমি? সব দেবো তার—
শুধু একবার কাছে এসে দুই হাত
প্রসারিত করো একটুখানি—
ছুঁয়ে দিতে দাও শুধু
আরও একবার।
তোমাকে সিংহাসন দেবো, দেবো রাজকোষ—সব,
সবকিছুই তোমার হবে রানী,
শুধু একবার বৃষ্টির জল হয়ে
ঝরে পড়ো সারা দেহে—
মুখে-বুকে, সবখানে—সবটুকুতে...
তোমার জন্য অর্ধেক পৃথিবী মরুভূমি হয়ে আছে আজ
তোমার জন্যে অর্ধেক মানুষ আজ অমানুষ
অদ্ভুত নিয়মে জীবন পূর্ণ, আবার অপূর্ণও;
মৃতপাত্রে হাহাকারের জল শেষ তলানিতে,
তোমার জন্য সুখ-দুখের ষোলকলা
পূর্ণ হওয়া এখনও বাকি।
এখনও পথের মধ্যে হারায় পথ, অন্ধকার নামে রৌদ্র করোটিতে।
যাযাবর ইচ্ছেগুলো মাথা ঠোঁকে লজ্জায়।
দিন শেষের রাগিনী বাজে মালকোষ আর
দরবারীর সময়টাতেও,
শেষপ্রহরে বাজে বাঁশি ভৈরবীর
কোমল নিষাদে!
৪ আগস্ট, ২০১৫
ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো