কোথাও যাওয়া হলো না আমার


এবার বসন্তে তোমাকে একটি গোলাপ দেব ভেবেছিলাম

 গোলাপ ছেঁড়া হলো না আর, রিক্ত-বিষণ্ণ মনে গোলাপের

 কিছু ঘ্রাণ বাতাসে উড়াতে গিয়ে প্রজাপতির সঙ্গে সখ্য হলে

 বলল—‘ডানায় ছড়িয়ে দাও, আমি তোমার অমিত স্পর্শ

 পৌঁছে দেবো তার অধরে—তুমি যাকে চাও।’


 যখন কোনো প্রজাপতি বসবে তোমার আঁচলে, মনে করো

 আমিই গোলাপের ঘ্রাণ নিয়ে ছুঁয়েছি তোমাকে!


এবার বসন্তে তোমাকে একটা গান শোনাব ভেবিছিলাম,

গান আর গাওয়া হলো কই! ঋষভ থেকে কোমল গান্ধার এবং

কড়ি মধ্যমা ছাড়িয়ে নিখাদে কণ্ঠ যখন, ঠিক তখনই এক

কোকিল পঞ্চমীতে গেয়ে গেল আমারই কথামালা—

এবার বসন্তেও আমার গান গাওয়া হলো না আর!


কত বসন্ত আসে, কত বসন্ত চলে যায় চুপিসারে

কত কুঁড়ি গোলাপ হয়ে ঝরে পড়ে ধূসর অভিমানে,

কত কোকিল পথ হারায়, কণ্ঠ থেমে যায় অবলীলায়,

শুধু আমি কোথাও যেতে পারলাম না তোমাকে ছেড়ে!



৫ই ফেব্রুয়ারি, ২০১২
ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url