একটুও সময় নেই যে আমার
আমার এখন নেই তো সময় একটু বসে গল্প করার
সকাল যে যায় দুপুর খুঁজে
সন্ধ্যাবেলায় দু-চোখ বুজে
রাতের আঁধার গুমোট সময় নিজের সাথে বোঝাপারার।
আমার যে-দিন গেছে চলে রৌদ্রছায়ায় খেয়াঘাটে
সেসব এখন শুধুই ফাঁকি
অতীত দিনের ছবি আঁকি
আর কতো কাল খুঁজবো বলো, সূর্য যে আজ বসছে পাটে!
মাথার চুলে পাক ধরেছে, জীর্ণ শরীর শীর্ণ মনে
তুমি এলে সেই লগনে
আমি যখন ক্লান্ত প্রাণে
পথের খোঁজে ঘুরছি পথে, ছুটছি যখন সুতোর টানে!
বটের ছায়ায় বাঁশি হাতে সেই ছেলেটি মরে গেছে
ভেঙে গেছে পাতার বাঁশি
সময় এখন যে সর্বনাশি
একটু সময় পেলে আবার ফুটতো যে ফুল গাছে-গাছে!
এবার আমায় যেতেই হবে, ডাকছে আমায় দূরের পথিক
কতো কথা নিয়ে বুকে
যাচ্ছি চলে অচিন লোকে
জীবনটা ভাই মরীচিকা—ভাবতে যে নেই এর চেয়ে অধিক!
২৮ সেপ্টেম্বর, ২০১৩
মোহাম্মদপুর, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো