বাসন্তী কন্যা


গাঁদা ফুলে খোঁপা ঢাকা

যায় না দেখা চুল

এই মানুষটি সেই মানুষ যে

চিনতে হয় না ভুল।


আলতা পায়ে নূপুর বাজে

কাঁকন বাজে হাতে

এই মানুষটি একা কেনো

নেই কেনো কেউ সাথে!


মাতাল হাওয়ায় আঁচল ওড়ে

দোলে কানের দুল

এই মানুষটির জন্য আমি

সবার চক্ষু শূল!


এই মানুষটির জন্য আমার

মন আনচান করে

এই কথাটি হয় না বলা

ভালোবাসি তারে।



২১ ফেব্রুয়ারি, ২০১৪
বাসস, ঢাকা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url