আমার নির্বাণ, আমার মুক্তি


তোমাকে একটি যাযাবর মন দিয়ে বলেছিলাম—চৌহদ্দি, চৌকাঠ

দরজা-জানালা এসব আমার জন্য বেমানান।

বিস্তীর্ণ আকাশ আর একফালি চাঁদের জন্য

এই একটাই জন্ম আমার; অথচ তুমি শেকল পরালে

ভুল ভালোবাসায়!

আমি প্রতিবাদী হতে পারলাম না এতোটুকু!

এখানেই পরাজয় আমার।


ভালোবাসার খেলা খেলতে-খেলতে বজ্রমুষ্টি দুই হাত এখন

হিমশীতল—মৃত, সজারুর মতো খাড়া চুল

নেতিয়ে পড়েছে অবলীলায়; 

মুখের পেশীগুলি নিস্তেজ,এই মুখে বাগেশ্রীর আলাপ জমেÑ

দীপক মাথা ঠোকে লজ্জায়!


শ্মশানের ঘুটঘুটে অন্ধকারের নির্জীবতা আমার সমস্ত অস্তিত্ব জুড়ে

যেন মৃত জোনাক, যেন দলিত দুর্বা, যেন ক্ষয়ে যাওয়া একাদশী...

তুমি পানপাত্র ঠোঁটে ছুঁইয়েছো বলেই মাঝে-মধ্যে

বিকট হেসে উঠি দূরন্ত আকাক্সক্ষায়!


ভালোবাসা মানুষকে মহান করে এবং নির্লজ্জও করে, প্রতিবাদ

কেড়ে নিয়ে ফেলে রাখে আস্তাকুঁড়ে! তবুও ভালোবাসা

তবুও প্রেমের জন্য তাজমহল, ট্রয়ের পতন এবং ঘর ছেড়ে

বিবাগী প্রেমিক পুরুষ। ভালোবাসার জন্যেই—

বিষপানে আত্মহননের পথ খুঁজে নেয় প্রেমিক।


আমিও আকাশ ছেড়ে তোমার সংকীর্ণতায় আত্মাহুতি দিলাম,

এখানেই কি নির্বাণ আমার, এখানে কি মুক্তি!


৫ মে, ২০১৬

পুরানা পল্টন, ঢাকা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url