যদি ভালোবাসা পাই
খেয়াঘাটে কাটিয়ে দিলাম দীর্ঘ জীবন
নদী চলে, নদী বয়ে যায় দূরে; নদী ভাঙে
বিপরীত ¯্রােতে ভাসায় সবার জীবন
এসব দেখে-দেখে বিবস্ত্র হয়ে যাই আদিম মানুষ;
সমাজ-সংসার থেকে ছিটকে পরি,
লোকে হাসে, পরিহাস করে
বাহবা দেয় কেউ-কেউ।
কোনটা সত্যি, জীবন নাকি পরিহাস?
তোমরা সব পারো,
জোনাকী জোছনার রাত দিতে পারো
আবার ত্রিশূলে বিদ্ধ করতে দ্বিধান্বিত হও না এতোটুকু!
তবুও জীবনের কাছে ঋণের বোঝা ভারি বলে
তোমাদের কাছেই করুণার ভিক্ষাপাত্র মেলে ধরি!
এমনও জীবন হয় মানুষের? পোড়া, পচা, বাসি—
তবুও জীবন, তবুও জীবনের
জয়গান গেয়ে চলি সকলে!
হাজার বছর ধরে খেয়াঘাটে প্রতীক্ষায় থাকি;
সত্যিই কি প্রতীক্ষা আমার, সত্যিই কি যেতে চাই?
কিন্তু কেনো? কেনো যাবো ? কেনো তবে এসেছিলাম
যদি চলেই যেতে হয়?
আমি এখানেই থাকবো নদীর ¯্রােতে,
গাছের পত্রপল্লবে, দিগন্তে-দিনান্তে
যদি ভালোবাসা পাই তোমার কাছে।
২৬ এপ্রিল, ২০১৫
মোহাম্মদপুর, ঢাকা