এখনও তুমি আমারই
আমি স্বপ্নের প্রাসাদ গড়ি, ঝুল বারান্দায় মানিপ্লান্টের পাতায়
তোমাকে বসাই খুব যতœ করে; তোমার চোখ আঁকি, চুল, গ্রীবা
এঁকে হাতের সবগুলো আঙুলের পরশে তোমাকে তুলে আনি
অতীত থেকে বর্তমানে, দূর থেকে কাছে, অন্তর থেকে বাহিরে।
যে করেছে তোমাকে হরণ, করুক না! কোনোই অভিযোগ নেই;
হৃদয়ের সিন্দুকে কারো ডাকাতি চলে না। মণিমুক্তো আর হীরে
জহরতের মতো তুমি সেই অবিকল আছো, যেন বাক্সে ভরা
পলিশ করা মণিমানিক্যের একসেট গহনা, তুমি যে আমারই!
আমার ঘুড়ি কখনও আকাশ ছোঁয়নি, দিগন্তের ঠিকানাও পায়নি।
খুব কম সুতোর লাটাই বলে একই বৃত্তে আমার ইচ্ছেগুলো
বার-বার হোঁচট খেয়েছে, ঝরাপাতার মতো বিরহী সঙ্গীতে
কেঁপে-কেঁপে উঠেছে সবগুলো তার, তারপর ছিঁড়ে গেছে সব...
যেদিন তুমি লুট হলে, পর হলে, হারিয়ে গেলে গভীর অন্ধকারে
সেদিন আমিও স্বপ্নের দাবানলে পুড়েছি; তবুও হাসি মুখে
বলেছি ‘ভালো থেকো, ভালো থেকো তুমি...’
আজও যেমন করে বলি।
২৫ এপ্রিল, ২০১২
ঢাকা
ঢাকা