সুখ আমার সয় না কিছুতেই
তুমি বলেছিলে একটি সুখের কবিতা লিখতে! আমি জানতে চাইলাম—সুখ কই? কোথাও তো দেখি না তারে! তারপর তুমি দুই হাত প্রসারিত করে টেনে নিলে কাছে, উষ্ণ ব্...
তুমি বলেছিলে একটি সুখের কবিতা লিখতে! আমি জানতে চাইলাম—সুখ কই? কোথাও তো দেখি না তারে! তারপর তুমি দুই হাত প্রসারিত করে টেনে নিলে কাছে, উষ্ণ ব্...
তোমাকে একটি যাযাবর মন দিয়ে বলেছিলাম—চৌহদ্দি, চৌকাঠ দরজা-জানালা এসব আমার জন্য বেমানান। বিস্তীর্ণ আকাশ আর একফালি চাঁদের জন্য এই একটাই জন্ম আমা...
খেয়াঘাটে কাটিয়ে দিলাম দীর্ঘ জীবন নদী চলে, নদী বয়ে যায় দূরে; নদী ভাঙে বিপরীত ¯্রােতে ভাসায় সবার জীবন এসব দেখে-দেখে বিবস্ত্র হয়ে যাই আদিম মানু...
আমি স্বপ্নের প্রাসাদ গড়ি, ঝুল বারান্দায় মানিপ্লান্টের পাতায় তোমাকে বসাই খুব যতœ করে; তোমার চোখ আঁকি, চুল, গ্রীবা এঁকে হাতের সবগুলো আঙুলের পর...
গাঁদা ফুলে খোঁপা ঢাকা যায় না দেখা চুল এই মানুষটি সেই মানুষ যে চিনতে হয় না ভুল। আলতা পায়ে নূপুর বাজে কাঁকন বাজে হাতে এই মানুষটি একা কেনো নেই ...
তৃষ্ণার্ত এক কবি একফোঁটা জলের জন্য বাগানময় পায়চারি করতে-করতে একটি ফুলের সঙ্গে মেতে উঠলো আলাপচারিতায়। ফুল প্রেমে পড়লো কবির কবিও ফুলের... তার...
আরও একবার বৃষ্টি হলেই তোমাকে ছুঁয়ে দেবো আমি। কী চাও তুমি? সব দেবো তার— শুধু একবার কাছে এসে দুই হাত প্রসারিত করো একটুখানি— ছুঁয়ে দিতে দাও শুধ...
আমার এখন নেই তো সময় একটু বসে গল্প করার সকাল যে যায় দুপুর খুঁজে সন্ধ্যাবেলায় দু-চোখ বুজে রাতের আঁধার গুমোট সময় নিজের সাথে বোঝাপারার। আমার যে-...
মাঝে-মধ্যে কী যে হয় আমার! নিজেকে চিনতেই ভুল হয় যখন— তোমাকে দেখি দরজায় কিংবা জানালায় দাঁড়িয়ে আছো। বৃষ্টির জলে ভিজে যাচ্ছে চুল, আকাক্সক্ষার বি...
আমাকে কখনও ছুঁতে পারনি তুমি, আমিও না তোমাকে, একটু উষ্ণতার আশায় ত্রিশ বছর কাটিয়ে অবসন্ন আমি এখন স্মৃতির উঠানে দাঁড়িয়ে ছুঁয়ে দিই তোমাকে কারণে ...